গ্রামীণের চাকরিচ্যুতদের ক্ষতিপূরণের তালিকা চেয়েছে হাইকোর্ট
2022-06-30 19:26:51

ঢাকা, জুন ৩০: বাংলাদেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুতরা কে কত টাকা ক্ষতিপূরণ পেয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

দীর্ঘদিন ধরে গ্রামীণ টেলিকমে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলে আসছে। গ্রামীণ টেলিকমকে অবসায়ন চেয়ে মামলা করেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। পরে মামলা প্রত্যাহারের শর্তে গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত ১৭৬ জন শ্রমিকের পাওনা বাবদ ৪৩৭ কোটি টাকায় সমঝোতা করেন প্রতিষ্ঠানটির মালিক ড. মুহাম্মদ ইউনূস। এ পর্যন্ত গ্রামীণ টেলিকম থেকে ৩৮০ কোটি টাকা পেয়েছেন শ্রমিকরা। বাকি টাকা এখনও পরিশোধ করা হয়নি।

আদালতে গ্রামীণ টেলিকমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। শ্রমিকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মোট ১৭৬ জনের মধ্যে ১৬৮ জন পাওনা বুঝে পেয়েছেন। ৮ জন এখনো পাননি। সেটেলমেন্ট অ্যাকাউন্ট সর্বমোট ৪০৭ কোটি টাকা। এখন পর্যন্ত শ্রমিকদের ৩৮০ কোটি টাকা দেয়া হয়েছে।

মিম/ সাজিদ