অবশ্যই নতুন উন্নয়ন-ধারণা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে: উহানে সি চিন পিং
2022-06-30 19:20:17

জুন ৩০:  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা একটি দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার ভিত্তি। নতুন উন্নয়ন-ধারণাকে পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি সম্প্রতি হুপেই প্রদেশের উহান সফরকালে এ কথা বলেন।

তিনি বলেন, উদ্ভাবননির্ভর উন্নয়নকৌশলকে পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগাতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জীবনপদ্ধতিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে হবে, আরও নতুন প্রযুক্তি ও নতুন শিল্পের জন্ম দিতে হবে, এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন ক্ষেত্র ও নতুন পথ খুঁজে বের করতে হবে।

কোভিড-১৯ মহামারী সম্পর্কে প্রেসিডেন্ট সি বলেন, এটি একটি বড় পরীক্ষা। সরকার প্রথমে মানুষের জীবন বাঁচানোকে প্রথম লক্ষ্য স্থির করে। মানুষের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানুষের সুস্থতা সবসময় শীর্ষস্থানে রাখার চেতনায় চীনের সরকার বিশ্বাস করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)