ছেন চিয়ে ই
2022-06-30 11:34:29

ছেন চিয়ে ই আবার কিট চ্যান নামেও পরিচিত। তিনি ১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনা ভাষার একজন বিখ্যাত পপসংগীত শিল্পী এবং অভিনেত্রী। তিনি সিঙ্গাপুরের লাসালে কলেজ অফ আর্টসের নাট্য পরিবেশনা বিভাগ থেকে স্নাতক হন।

 

১৯৮৯ সালে তিনি সিঙ্গাপুরে গান ও লিরিক্স সৃষ্টি প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি বিজ্ঞাপনে গান গেতে শুরু করেন। ১৯৯৩ সালে তিনি ছাত্র হিসেবে ব্রিটিশ রানীর সামনে “মিস সাইগন”-এর নির্বাচিত গান “আমি বরং তোমার জন্য আমার জীবন দিতে চাই” পরিবেশন করেন। ফলে ওশন বাটারফ্লাই কোম্পানি তাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। অক্টোবর মাসে তিনি প্রথম একক ম্যান্ডারিন অ্যালবাম ‘সম্প্রীতি ধ্বংস করবে না’ প্রকাশ করেন। অ্যালবামে ‘হৃদয় ভালোবাসা দিয়ে যাবে’ নামক গানটি চীনের মূল-ভূভাগে একসময় ছিল অনেক জনপ্রিয়। গানটি ছেন চিয়ে ই মূল-ভূভাগের গায়ক কুও ফেংয়ের সঙ্গে গেয়েছেন।

 

১৯৯৪ সালে ছেন চিয়ে ই তাইওয়ানের লি তে রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। নভেম্বর মাসে তিনি দ্বিতীয় একক ম্যান্ডারিন অ্যালবাম ‘হৃদয় ব্যাথা’ প্রকাশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাইওয়ান সঙ্গীত জগতে প্রবেশ করেন। বন্ধুরা, আকজের অনুষ্ঠানে আমি অ্যালবামটির প্রধান ও শিরোনাম সংগীত আপনাদের শোনাতে চাই, আশা করি, গানটি পছন্দ করবেন কিন্তু গানের মতো হৃদয়ে ব্যাথা পাবেন না আপনারা। 

১৯৯৬ সালের জুন মাসে ছেন চিয়ে ই তাঁর চতুর্থ অ্যালবাম “হৃদয়-ভাঙ্গা” প্রকাশ করেন। “তোমাকে পছন্দ করি” অ্যালবামের খুব জনপ্রিয় একটি গান। একই বছরের ডিসেম্বরে তিনি পঞ্চম একক ম্যান্ডারিন অ্যালবাম “ডোন্ট লেট মি হেট ইউ” প্রকাশ করেন। ১৯৯৭ সালের মার্চ মাসে তিনি হংকংয়ে একটি জনপ্রিয় গীতিনাট্যে গান পরিবেশন করেন। মে মাসে অ্যালবাম “ডোন্ট লেট মি হেট ইউ” দিয়ে তিনি অষ্টম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে বিশ্ব চীনা বংশোদ্ভূত শিল্প-কর্ম পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পী পুরস্কার জিতেন। ডিসেম্বর মাসে তিনি প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে হংকং সঙ্গীত জগতে প্রবেশ করেন।

 

কেমন লেগেছে গান দু’টো? কিছুক্ষণ আগে আমি বলেছি, ছেন চিয়ে ই হংকংয়ে খুব জনপ্রিয় একটি গীতিনাট্যে গান পরিবেশন করেন। গীতিনাট্যের নাম  ‘স্নো উলফ লেক’। “অপেক্ষা আর অপেক্ষা” গীতিনাট্যের মধ্যে অন্যতম। গানটিতে নিজের অনুভূতি, নিজের হৃদয় ভাঙ্গা এবং প্রতিপক্ষের ফিরে আসার প্রত্যাশা প্রকাশিত হয়। 

 

“প্রতিটা জীবন তোমার জন্য অপেক্ষা করে” গানটি হংকংয়ের টিভিবি’র একটি টিভি নাটকের শেষ গান। গানটি ক্যান্টোনিজ ভাষার। কিন্তু গানের ম্যান্ডারিন ভাষার সংস্করণও আছে। 


 (প্রেমা/এনাম)