ন্যাটোর সবচেয়ে বড় ও প্রত্যক্ষ হুমকি রাশিয়া
2022-06-30 11:15:20

জুন ৩০: গতকাল (বুধবার) ন্যাটোর সদস্যদেশগুলোর নেতৃবৃন্দ স্পেনের মাদ্রিদ শীর্ষসম্মেলনে ‘ন্যাটোর ২০২২ কৌশলগত ধারণা’ গৃহীত হয়েছে। এতে রাশিয়াকে ন্যাটোর সবচেয়ে বড় ও পত্যক্ষ হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এ নতুন কৌশলগত ধারণার আলোকে ন্যাটোর নিরাপত্তা পরিবেশ পর্যালোচনা করা হয়েছে এবং আগামী ১০ বছরে সংস্থার উন্নয়নের পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে।

এদিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সারগেই রিয়াবকভ জানান, রাশিয়াকে কৌশলগত নিরাপত্তার হুমকি হিসেবে মনে করে ন্যাটো। কিন্তু তা বাস্তবতা নয়, বস্তুত ন্যাটো রাশিয়ার জন্য বড় হুমকি। ন্যাটোর দায়িত্বহীনভাবে ইউরোপীয় নিরাপত্তা কাঠামো লঙ্ঘনকারী নীতির নিন্দা করেছে মস্কো। পাশাপাশি মাদ্রিদ শীর্ষসম্মেলনে ন্যাটোর কোনো সিদ্ধান্ত রুশ নীতির ওপর প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, কৌশলগত ধারণা ন্যাটোর উন্নয়নের কার্যক্রম। ১৯৯১ সালে রোম শীর্ষসম্মেলন থেকে এ পর্যন্ত বহুবার কৌশলগত ধারণা নবায়ন করেছে সংস্থাটি। ২০১০ সালের ধারণা অনুযায়ী রাশিয়াকে ‘অংশীদার’ হিসেবে নির্ধারণ করা হয়েছে, রাশিয়াকে প্রতিরোধ এবং সংলাপ করাসহ বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)