তিব্বতে শাকসবজির চাষ
2022-06-30 19:40:54

জুন ৩০: তিব্বতের একাধিক রাস্তার নাম চীনের বিভিন্ন প্রদেশের নামে রাখা হয়েছে। যেমন, লাসার চিয়াংসু রোড, রিখাচার শানতুং রোড এবং লিনচি শহরের কুয়াংতুং রোড। এই রাস্তার নামগুলি ইতিহাসের সাক্ষ্য বহন করে। সংশ্লিষ্ট প্রদেশগুলো তিব্বতের উন্নয়নে সহায়তা দিয়েছে।

১৯৯৫ সালে, শানতুং প্রদেশের প্রথম সহায়তা দল বাইলাং-এ সব্জি শিল্পের বিকাশের কাজ শুরু করে। ১৯৯৮ সালে, শানতুং প্রদেশের দ্বিতীয় সহায়তা দল গ্রিনহাউসে সব্জি চাষ করা শুরু করে এবং ট্রায়াল রোপণে সফল হয়। ২০ বছরেরও বেশি সময় ধরে, শানতুং-এর সহায়তা দলগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটার উঁচুতে মালভূমিতে সবুজ শাক-সবজি চাষের পরিকল্পনা তৈরী করে। তাদের মাধ্যমে স্থানীয় কৃষক ও পশুপালকরা চাষের কৌশল শিখতে পেরেছেন।

২০২১ সালে, ফেংছাং গ্রামের মাথাপিছু আয় ছিল ২৯.২ হাজার ইউয়ানে পৌঁছায়। যার মধ্যে ফল ও সবজির অবদান ৫২ শতাংশ। ফল ও সবজি শিল্প একটি স্থানীয় বৈশিষ্ট্যযুক্ত প্রধান শিল্পে পরিণত হয়েছে।

(ইয়াং/আলিম/ছাই)