ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক মিশনের লক্ষ্যে পরিবর্তন হয়নি: পুতিন
2022-06-30 20:33:40

জুন ৩০: ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক মিশনের লক্ষ্যে কোনো পরিবর্তন হয়নি। রাশিয়ার চূড়ান্ত লক্ষ্য হলো, দোনবাস এলাকা মুক্ত করা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও খোদ রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) তুর্কমেনিস্তান সফরকালে সাংবাদিকদের এ কথা বলেন।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো নিজেদের স্বার্থে ইউক্রেনকে আলোচনা থেকে দূরে থেকে যুদ্ধ চালিয়ে যেতে উত্সাহ দিয়ে যাচ্ছে। এতে পশ্চিমা দেশগুলোর আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলিত হয়।

পুতিন আরও বলেন, ন্যাটো হলো শীতল যুদ্ধের ফসল। ২০১৪ সাল থেকেই ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে বৈরী অবস্থান গ্রহণ করে আসছে। কিন্তু রাশিয়া নিজের স্বার্থ সুরক্ষার জন্য সম্ভাব্য সবকিছু করবে।

তিনি বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে মস্কো উদ্বিগ্ন নয়। কারণ, রাশিয়ার এ দুই দেশের সঙ্গে ইউক্রেনের মতো ভূখন্ড নিয়ে বিবাদ নেই। যদি ন্যাটো এ দুই দেশে বাহিনী ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে, তাহলে রাশিয়া একই ধরণের প্রতিক্রিয়া দেখাবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)