হংকংয়ের উন্নয়নের প্রতি সি চিন পিংয়ের গুরুত্বারোপ
2022-06-29 20:13:30

জুন ২৯: হংকংয়ের উন্নয়নের প্রতি বরাবরই গুরুত্বারোপ করে এসেছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেছেন, হংকংয়ে ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ নীতির পরিবর্তন হবে না।

ফুচিয়ান ও চেচিয়াং প্রদেশের গভর্নর থাকাকালে সি চিন পিং কয়েক বার হংকং পরিদর্শন করেছিলেন। ২০০৮ সালে সি চিন পিং চীনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও হংকংয়ে বেইজিং অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন। আর চীনা প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর সি চিন পিং বরাবরই হংকংয়ের বাসিন্দাদের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আসছেন।  

সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সমর্থনে গৃহীত ধারাবাহিক জাতীয় কৌশল হংকংয়ের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। ‘এক অঞ্চল, এক পথ’ ও ‘কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল’ উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ফলে হংকং আরও দ্রুত উন্নত হবে। (ছাই/আলিম)