ন্যাটোকে ইউক্রেন ইস্যুতে ‘নতুন স্নায়ুযুদ্ধ’ সৃষ্টি না করার তাগিদ দিয়েছে চীন
2022-06-29 11:44:32

জুন ২৯: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের ইউক্রেন সমস্যা-বিষয়ক সম্মেলনে ন্যাটোকে ইউক্রেন সংকট নিয়ে ‘নতুন স্নায়ুযুদ্ধ’ সৃষ্টি না করার তাগিদ দিয়েছেন।

চাং চুন বলেন, চীন ন্যাটোর কৌশল বিন্যাসের ওপর নজর রাখে। ন্যাটোর কিছু নেতা সবসময় অন্য দেশের হুমকির কথা বলে। তবে আসলে ন্যাটো নিজেই বিশ্বের বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করছে। চীন ন্যাটোকে ইউক্রেন সংকটের অজুহাতে বিশ্বে ‘নতুন স্নায়ুযুদ্ধ’ সৃষ্টি না করার তাগিদ দেয়।

চাং চুন বলেন, এবার ইউক্রেন সংকট সবাইকে জানিয়েছে যে, অন্য দেশের নিরাপত্তা নষ্ট করে নিজের নিরাপত্তা অর্জন করা যায় না। ন্যাটো স্নায়ুযুদ্ধের পর পাঁচ বার পূর্ব দিকে সম্প্রসারণের চেষ্টা করেছে; এর ফলে ইউরোপ নিরাপদ হয় নি। বরং সংঘর্ষ তৈরি হয়েছে। স্নায়ুযুদ্ধ ইতোমধ্যে শেষ হয়েছে, ন্যাটোর উচিত নিজের দায়িত্বকে ভালোভাবে পালন করা, ইউরোপের টেকসই নিরাপত্তা কাঠামো নির্মাণ করা।

চাং চুন জোর দিয়ে বলেন, সংলাপ ও আলোচনা হল শান্তি পুনরুদ্ধারের একমাত্র পদ্ধতি। যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হল আন্তর্জাতিক সমাজের অভিন্ন আকাঙ্ক্ষা।

(শুয়েই/তৌহিদ/লিলি)