ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান মেনে নিল তুরস্ক; চুক্তি স্বাক্ষর
2022-06-29 19:11:32

জুন ২৯: তুরস্ক, ফিনল্যান্ড ও সুইডেন গত ২৮শে জুন মাদ্রিদে একটি স্মারকলিপি স্বাক্ষর করে। এর মাধ্যমে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানকে কার্যত মেনে নিল তুরস্ক।

ন্যাটো শীর্ষসম্মেলনে যোগ দিতে আসা তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোগান এ দিন মাদ্রিদে সুইডেনের প্রধানমন্ত্রী ও ফিনিশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন এবং তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে যে, স্মারকলিপিতে তুরস্কের নিরাপত্তা-উদ্বেগ প্রতিফলিত হয়েছে। ফিনল্যান্ড ও সুইডেন নিশ্চিত করেছে যে, তারা পিকেকে, সিরিয়ার কুর্দি সশস্ত্র "পিপলস প্রোটেকশন ইউনিট" এবং "গুলেন আন্দোলন"কে সমর্থন করবে না। দুই দেশ তুরস্কে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিতে সম্মত হয়েছে।

ফিনল্যান্ড ও সুইডেন মূলত চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করে। প্রবিধান অনুযায়ী, ন্যাটোর ৩০টি সদস্যরাষ্ট্রের ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত ছাড়া কোনো নতুন রাষ্ট্রকে সদস্য করা যাবে না। তুরস্ক শুরু থেকেই ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগদানের জন্য পূর্বশর্ত দেয়। (ইয়াং/আলিম/ছাই)