পণ্যের সমান্তরাল আমদানি বৈধকরণ বিলে স্বাক্ষর করলেন রুশ প্রেসিডেন্ট
2022-06-29 18:20:10


জুন ২৯: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (বুধবার) পণ্যের সমান্তরাল আমদানি বৈধকরণ বিলে স্বাক্ষর করেন। ফলে বিলটি আইনে পরিণত হলো। এর আগে রুশ সংসদের দুই কক্ষেই বিলটি পাস হয়।

এই আইনের লক্ষ্য, রাশিয়ার সেসব কোম্পানির অধিকার ও স্বার্থ রক্ষা করা, যেগুলো বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে। আইনের ফলে সংশ্লিষ্ট পণ্যের কপিরাইট হোল্ডারদের অনুমতি ছাড়াই রুশ কোম্পানিগুলো সংশ্লিষ্ট পণ্য আমদানি করতে পারবে।

এর আগে গত মে মাসের শুরুতে রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় অর্ধ শতাধিক পণ্যের তালিকা প্রকাশ করে। এসব পণ্য সমান্তরাল আমদানি বৈধকরণ আইনের আওতায় পড়বে।  (ওয়াং হাইমান/আলিম/ছাই )