জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মিথ্যাচার বন্ধ করতে চীনের তাগিদ
2022-06-29 10:11:44

জুন ২৯: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে ‘মানবাধিকারের প্রতি মিথ্যাচারের নেতিবাচক প্রভাব দূর করা’ নিয়ে মন্তব্য করেছেন চীনা প্রতিনিধি। তাতে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মানবাধিকার সম্পর্কে মিথ্যাচার করা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার তাগিদ দেন তিনি।

 

চীনা প্রতিনিধি আরো জানান যে, সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার পরিষদের মিথ্যাচার সম্প্রচারের ওপর ব্যাপক মনোযোগ দেয় চীন। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ রাজনৈতিক উদ্দেশ্যে অন্যান্য দেশের বিরুদ্ধে মানবাধিকার নিয়ে মিথ্যাচার করেছে এবং মানবাধিকারের অজুহাতে অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করেছে; তারা স্বেচ্ছায় একতরফার শাস্তি আরোপ করেছে। ইতিহাসে যুক্তরাষ্ট্র বহুবারের মতো মিথ্যাচার করে অন্যান্য দেশের ওপর যুদ্ধ চাপিয়েছে, যা সংশ্লিষ্ট দেশের জনগণের জন্য ভয়াবহ ও দুঃখজনক ক্ষতি ডেকে এনেছে। যুক্তরাষ্ট্রের এমন আচরণ গুরুতরভাবে জাতিসংঘ সনদ ও মানবাধিকার লঙ্ঘন করেছে; তাই অবিলম্বে মিথ্যাচার বন্ধ করতে হবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)