সিরিয়ায় সংঘর্ষে ৩ লাখেরও বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে
2022-06-29 10:11:02

জুন ২৯: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত বছরের মার্চ মাস পর্যন্ত সিরিয়ায় সংঘর্ষের ১০ বছর পার হয়েছে। এতে তিন লাখেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত সিরিয়ায় সংঘর্ষ চলাকালে দৈনিক গড়পড়তা ৮৩জন এবং মোট ৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে নাম ও মৃত্যুর তারিখ না জানা মানুষের সংখ্যা ১ লাখ ৪৩ হাজারেরও বেশি।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ১০ বছরের সংঘর্ষে মৃত সিরীয় নাগরিকদের সংখ্যা ২০১১ সালের মার্চ মাসের আগে দেশের লোকসংখ্যার ১.৫ শতাংশ হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)