সিরিয়ার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ৫
2022-06-29 19:58:35

জুন ২৯: সিরিয়ার দক্ষিণাঞ্চলের দেইরা প্রদেশে সোমবার রাতে সশস্ত্র হামলায় ৫ ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছেন। সিরিয়ার তথ্যমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, একদল অজ্ঞাত সশস্ত্র জঙ্গি মেশিন গান দিয়ে দেইরা প্রদেশের কৃষি বিভাগের একজন কর্মকর্তার বাড়িতে হমলা চালায়। তখন সে বাড়িতে সিরিয়ার ক্ষমতাসীন পার্টি আরব সোশ্যালিস্ট রেনেসাঁ পার্টির দেইরা শাখার সাবেক সম্পাদক কামাল আতমা ছিলেন। (ছাই/আলিম)