হংকং-এর জিডিপি দ্বিগুণ হয়েছে
2022-06-29 18:22:12


জুন ২৯: চীনের হংকংয়ের জিডিপি ১৯৯৮ সালের পর দ্বিগুণ হয়ে ২৮০০ বিলিয়ন হংকং ডলারে পৌঁছেছে। আর এসময় অঞ্চলটির মোট পণ্যবাণিজ্য তিন গুণেরও বেশি বেড়ে ১০ ট্রিলিয়ন হংকং ডলার ছাড়িয়েছে। এক্ষেত্রে বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে হংকং। পরিসংখ্যান থেকে এ সব তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে হংকংয়ে কর্মসংস্থান ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় ৩৬ লাখ ৫০ হাজার লোক কর্মসংস্থানের আওতায় এসেছেন। হংকং-এর আঞ্চলিক সদর দফতর বা আঞ্চলিক অফিস আছে এমন শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৪ হাজার হয়েছে।

চলতি বছরের মার্চে প্রকাশিত গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইনডেক্সের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে হংকং বিশ্বে তৃতীয় স্থানে এবং এশিয়ায় প্রথম স্থানে ছিল। হংকংয়ের অর্থনৈতিক মহলের ব্যক্তিরা  মনে করেন, হংকংকে কেন্দ্রীয় সরকারের  সমর্থন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র অনন্য সুবিধার জন্যই হংকং উন্নতি করছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)