‘ভালোবাসার ভুল বোঝাবুঝি’
2022-06-29 11:11:56

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় সংগীত ব্যান্ড বান তুন ভাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ব্যান্ডের কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

বান তুন ভাই, চীনের মূল ভূভাগের একটি সংগীত ব্যান্ড। ব্যান্ডের সদস্য তিনজন পুরুষ। তাদের প্রতিনিধিত্ব করা গানের মধ্যে রয়েছে ‘আমার এই জীবন’, ‘সবচেয়ে সুন্দর ক্ষেত’ ইত্যাদি।

 

২০১৯ সালে বান তুন ভাই সংগীত ব্যান্ড চীনের চায়না মিডিয়া গ্রুপের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে মাসিক চ্যাম্পিয়ন হন।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন বান তুন ভাই-এর কণ্ঠে ‘ভালোবাসার ভুল বোঝাবুঝি’। গানের কথায় বলা হয়, জানালার বাইরের বিশ্ব, সমৃদ্ধ একটি রাত। তুমি এসব কিছুকে ভেঙে দিয়েছো। তুমি ও আমি স্মৃতির সময়ে ফিরে গেছি। তবে আমার ভালোবাসা বোঝো নি, তুমি কোন জগতে আছো! যদি আগে তোমায় অস্বীকার করি নি, তাহলে কেন তুমি চলে গেছো। যদি আমি বেশি তোমাকে কেয়ার করি, তাহলে ভালোবাসা কি শেষ হয়ে যাবে?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন বান তুন ভাই-এর গান ‘তোমাকে কি রেখে দেই’। গানের কথায় বলা হয়, ভালোবাসা, সবই শুরুতে সুন্দর, পরে অযৌক্তিকভাবে শেষ। ভাবতে দুঃখ লাগে, তোমার সঙ্গে বেশি সময় কাটাতে হয়। তোমার অনুভূতি উপলব্ধি করতে হয়। তবে, আমার অনির্দিষ্ট জীবন, আগামীকাল কোথায় যাবো, আমি তোমাকে কি রাখতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন বান তুন ভাই ব্যান্ডের আরেকটি গান, গানের নাম ‘সবচেয়ে সুন্দর ক্ষেত’। গানের কথায় বলা হয়, আমি চাই না, তুমি চলে যাও। যখন আমি ফিরিয়ে দেখি, তুমি ততক্ষণ চলে গেছো। আমি তোমার হাত ধরে সমৃদ্ধ রাস্তায় চলেছি, যেন রূপকথার মত। তোমার হাত ধরে বিশ্বের শেষ প্রান্তে যেতে পারি না। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ক্ষেত।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন বান তুন ভাই সংগীত ব্যান্ডের গান, গানের নাম ‘তোমায় খুব মিস করি’। গানের কথাগুলো এমন: তোমার প্রতিশ্রুতি এখনো আমার কানে। ভালোবাসার গল্প আরো মিষ্টি হচ্ছে। স্বপ্নের চুমুর মুখ আমার কাছে নেই। আমি তোমায় খুব মিস করি, মিস করি। তোমার ভালোবাসার হৃদয় আবার দেখার অপেক্ষা করছে। আমি তোমায় খুব মিস করি, মিস করি, তোমার জন্যই চোখ লাল হয়ে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সংগীত ব্যান্ড বান তুন ভাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)