চীন ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ
2022-06-29 19:07:18

জুন ২৯: ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফারিয়ার আমন্ত্রণে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) তাঁর সঙ্গে এক ফোনালাপে মিলিত হন।

ফোনালাপে ওয়াং ই বলেন, চলতি বছর হলো চীন-ভেনেজুয়েলা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিক। বর্তমানে দু’দেশের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ও স্থিতিশীল। দু’দেশের নেতারা পারস্পরিক আস্থা ও মৈত্রীর সম্পর্ক গড়ে তুলেছেন। চীন ভেনেজুয়েলার সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করতে এবং অভিন্ন কল্যাণের জন্য সহযোগিতা করে যেতে ইচ্ছুক।

ওয়াং ই আরও বলেন, তাইওয়ান, হংকং, সিনচিয়াং ও মানবাধিকারের বিষয়ে ভেনেজুয়েলা বরাবরই চীনকে সমর্থন করে আসছে। চীনও ভেনেজুয়েলাকে সার্বভৌমত্ব ও সামাজিক স্থিতিশীলতা সুরক্ষার প্রশ্নে সমর্থন দিয়ে যাবে। চীন ভেনেজুয়েলাকে মহামারী প্রতিরোধে সহায়তা দেওয়াও অব্যাহত রাখবে।

এসময় ফারিয়া বলেন, ভেনেজুয়েলা মহামারী প্রতিরোধে সহায়তা করায় চীনকে ধন্যবাদ জানায়। ভেনেজুয়েলা দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ ও চীনের ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ নীতি সমর্থন করে যাবে। তাঁর দেশ চীনের সঙ্গে পারস্পরিক কল্যাণে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলেও তিনি জানান। (ছাই/আলিম)