অভিযোগের মধ্য দিয়ে শেষ হল জি-৭ শীর্ষসম্মেলন
2022-06-29 10:30:07

জুন ২৯: গতকাল (মঙ্গলবার) তিন দিনব্যাপী জি-৭ শীর্ষসম্মেলনে জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়ার গার্মিছ-পার্টেনকির্চেনে শেষ হয়েছে। জি-৭ বৈশ্বিক সমস্যা সমাধান না হওয়ায় অনেকের অভিযোগ ছিল।

সম্মেলন চলাকালে অংশগ্রহণকারী নেতারা ইউক্রেন পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, অর্থনীতি ও সাপ্লাই চেইন সংস্কার পুনরুদ্ধার এবং মহামারী মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

জি-৭ বলছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করে, ইউক্রেনকে প্রয়োজনীয় আর্থিক, মানবিক ও সামরিক সমর্থন দেওয়া হবে।

কিন্তু কিছু পর্যবেক্ষক মনে করেন, বর্তমানে জি-৭ শুধু বিশ্বের ১০ শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে, আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা না চালালে, বৈশ্বিক সমস্যা সমাধান সহায়তা দেওয়া হবে। এ ছাড়া জি-৭ সত্যিই প্রতিশ্রুতি পালন করে কিনা- তা দেখতে হবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)