খোয়াং মেই ইয়ুন
2022-06-29 15:04:41

খোয়াং মেই ইয়ুন বা ক্যালি ১৯৬২ সালের ২৪ ডিসেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ী চীনের কুয়াংতোং প্রদেশের জুহাই শহরে। তিনি হংকংয়ের গায়িকা, অভিনেত্রী ও ব্যবসায়ী। 

১৯৮২ সালে খুয়াং মেই ইয়ুন মিস হংকং প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্স-আপ হন। ১৯৮৩ সালে তিনি রেকর্ড কোম্পানি পলিগ্রামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে মনোযোগ দিয়ে তাঁর গান গাওয়া ক্যারিয়ার উন্নয়ন করেন। ১৯৮৫ সালে তিনি প্রথম একক অ্যালবাম ‘আর একটু থাকুন’ প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীত আরটি হংকং চীনা গান ড্রাগন ও বাঘ তালিকার প্রথম স্থানে ছিল। 

 

১৯৯০ সালে খুয়াং মেই ইয়ুন মূল-ভূভাগের শেনজেনে চারটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। পাশাপাশি, তিনি তাইওয়ানে ইএমআই গ্রুপে যোগ দেয়ার পর প্রথম ম্যান্ডারিন অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯১ সালে তিনি বেইজিংয়ে দ্বিতীয় একক সঙ্গীত অ্যালবাম ‘নিষিদ্ধ নগরের বসন্ত’ প্রকাশ করেন। একই বছর তিনি পর পর ‘অনুভূতি’ ও ‘আমার কাছাকাছি হও’ দু’টো ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেন। 

 

১৯৮৬ সালে খুয়াং মেই ইয়ুন তাঁর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটির নামকরণ তিনি তাঁর নিজের নামে তথা ‘খুয়াং মেই ইয়ুন’ করেন। ১৯৯৩ সালে খুয়াং মেই ইয়ুন সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় ‘তোমাকে ছাড়া আর কে আছে?’ গানটি পরিবেশন করেন। একই বছর তিনি তাঁর দ্বিতীয় ম্যান্ডারিন ভাষার অ্যালবাম ‘অরক্ষিত নারী’ প্রকাশ করেন। যদিও অন্য একজন গায়িকার গাওয়া একই গানের ক্যান্টোনিজ সংস্করণ আরো জনপ্রিয় হয়, তবুও খুয়াং মেই ইয়ুনের গাওয়া ম্যান্ডারিন ভাষার গানটিও অনেক সুন্দর হয়। 

 

১৯৯৩ সালে নতুন অ্যালবাম ‘অরক্ষিত নারী’ প্রকাশ করার পর খুয়াং মেই ইয়ুন তাঁর ক্যারিয়ার তাইওয়ানে স্থানান্তর করেন। বছরের শেষ নাগাদ তিনি অন্য একটি ম্যান্ডারিন অ্যালবাম ‘ঠোঁটের ছাপ’ প্রকাশ করেন। অ্যালবামটি তাঁর নিজের সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম। ১৯৯৪ সালে তিনি নতুন ম্যান্ডারিন গান ও সিলেক্টেড অ্যালবাম ‘ভালোবাসার পথ খুব কঠিন’ প্রকাশ করেন। অ্যালবামে খুব জনপ্রিয় একটি গান ‘আবেগ জমা করা হয়’ ছিল। গানটির ক্যান্টোনিজ ও ম্যান্ডারিন দু’টো সংস্করণ আছে। দু’টোই খুয়াং মেই ইয়ুনের গাওয়া। 

 

 ১৯৯৫ সালে খুয়াং মেই ইয়ুন যুক্তরাষ্ট্রে পরিবেশন করেন। একই বছর তিনি নতুন ম্যান্ডারিন অ্যালবাম ‘অর্ধেক চুম্বন’ প্রকাশ করেন। ১৯৯৬ সালে তিনি ‘আমার বসন্তের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট আছে’ নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের সকল গানই পুরনো গানের কভার সংস্করণ। তাঁর আগের দুঃখময় প্রতিমূর্তী একদম পরিবর্তিত হয়। বন্ধুরা, এখন আমি ‘অর্ধেক চুম্বন’ ও ‘আমার বসন্তের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট আছে’ দু’টো জনপ্রিয় গান আপনাদের শোনাচ্ছি, কেমন? 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে খুয়াং মেই ইয়ুনের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘শুধুমাত্র ভালবাসা সবসময় আছে’। 

 

(প্রেমা/এনাম)