জুন ২৮: গত ১০ই জুন সিনচিয়াংয়ের তুখু হাইওয়ে আনুষ্ঠানিকভাবে যানবাহনের জন্য আবার খুলে দেওয়া হয়। তুখু হাইওয়ে উত্তরে কারামাই শহরের তুশানজি জেলা থেকে শুরু হয়েছে এবং দক্ষিণে আকসু অঞ্চলের খুছা শহরে এসে শেষ হয়েছে। এর মোট দৈর্ঘ্য ৫৬১ কিলোমিটার। সুন্দর থিয়ানশান পর্বতমালার মধ্য দিয়ে চলা এই হাইওয়ের চারপাশের দৃশ্য মনোমুগ্ধকর। এটি চীনের অন্যতম সুন্দর হাইওয়ে হিসাবে পরিচিত। এ মহাসড়ক সম্পর্কে বলা হয়: "সারা পথে চারটি ঋতুর দৃশ্য দেখা যায়; প্রতি দশ মাইলে ভিন্ন আহবাওয়া"। (ইয়াং/আলিম/হাইমান)