বছরের প্রথম পাঁচ মাসে চীনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বেড়েছে
2022-06-28 16:51:01


জুন ২৮: চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনে ১২৮.৮ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের নিত্যপ্রয়োজনীয় সামাজিক পণ্য সরবরাহ হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ বেশি।  চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং আজ (মঙ্গলবার) এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটি জানায়, মে মাস থেকে দেশে মহামারী পরিস্থিতির উন্নতি ঘটায় উৎপাদন ও জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। এসময় বিভিন্ন সামাজিক পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)