আন্তর্জাতিক সমাজকে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করার আহ্বান জানায় চীন
2022-06-28 10:21:19

জুন ২৮: গতকাল (সোমবার) জাতিসংঘের জেনিভা কার্যালয় ও সুইজারল্যান্ড অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ছেন স্যুই ৯০টিরও বেশি দেশের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে সাধারণ বক্তৃতায়- আন্তর্জাতিক সমাজের প্রতি আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করে সংহতি ও সহযোগিতার মাধ্যমে কোভিড মহামারী মোকাবিলা করার আহ্বান জানান।

সাধারণ বক্তৃতায় বলা হয়, মহামারী বিভিন্ন দেশের বর্তমানের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তীব্রতর করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ও দেশ-দেশ অসমতাকে গভীরতর করেছে। কোভিড টিকার অসম বণ্টন সমস্যা আরো গুরুতর হয়েছে। বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার এখনও ভারসাম্যহীন।

তাই, জাতিসংঘ মানবাধিকার সংস্থার উচিত মহামারীর পর প্রয়োজনীয় কার্যক্রমের মাধ্যমে টেকসই, ন্যায্য ও বলিষ্ঠ পুনরুদ্ধার জোরদার করা। বিভিন্ন পক্ষকে বহুপাক্ষিকতায় অবিচল থাকা, সংহতি ও গ্রুপ অভিযানের মাধ্যমে কার্যকরভাবে কোভিড মহামারী মোকাবিলা করা।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)