আরেকটি ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ মহাকাশে পাঠালো চীন
2022-06-28 16:17:35

জুন ২৮: বেইজিং সময় ২৭শে জুন রাত ১১টা ৪৬ মিনিটে, লংমার্চ-৪সি পরিবাহক-রকেটের সাহায্যে, চিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্র থেকে কাওফেন-১২-০৩ নামক ভূ-পর্যবেক্ষণ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় চীন। উপগ্রহটি নির্ধারিত সময় পর মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

এই কৃত্রিম উপগ্রহ মূলত ভূমি শুমারি, নগর পরিকল্পনা, জমির অধিকার নিশ্চিতকরণ, সড়ক নেটওয়ার্ক ডিজাইন, ফসলের ফলন অনুমান, এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের ক্ষেত্রে ব্যবহৃত হবে।

এটি ছিল লংমার্চ পরিবাহক-রকেট সিরিজের ৪২৫তম মিশন।

(ইয়াং/আলিম/হাইমান)