চীন-আফগান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ অনুষ্ঠিত
2022-06-28 10:40:28

জুন ২৮: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) আফগানিস্তানের অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন।

ওয়াং ই আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের দুর্ঘটনায় আবারও আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভালো বন্ধু হিসেবে চীন সরকার, আঞ্চলিক সরকার, সামাজিক সংস্থা ও শিল্প প্রতিষ্ঠান সক্রিয়ভাবে আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা দিচ্ছে। প্রথম দফায় তাঁবুসহ বিভিন্ন সামগ্রী বিশেষ বিমানে আফগানিস্তানে পাঠানো হচ্ছে। অন্যান্য ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দ্রুত দেওয়া হবে। চীন আফগানিস্তানের চাহিদা অনুযায়ী, আরও বেশি প্রয়োজনীয় সাহায্য দেবে। চীন বিশ্বাস করে, দ্রুত আফগানিস্তানে পুনর্গঠন বাস্তবায়ন করা হবে।

ওয়াং ই বলেন, চীন সবসময় আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে, আফগান জনগণের নিজের বাছাইকে সম্মান করে, আফগানিস্তানের ধর্মবিশ্বাস এবং জাতীয় অভ্যাসকে সম্মান করে। চীন কখনোই সে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, কখনোই সে দেশে ব্যক্তিগত স্বার্থ অর্জনের চেষ্টা করে না।

ওয়াং ই আরো বলেন, চীন আফগানিস্তানে সহনশীল ক্ষমতা স্থাপনে গঠনমূলক ভূমিকা পালন করবে। মুত্তাকি চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আফগানিস্তান চীনের সন্ত্রাসদমনে আগ্রহী। আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠনে চীনের গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকাকে স্বাগত জানায় তাঁর দেশ।

(শুয়েই/তৌহিদ/লিলি)