বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নে ব্রিক্স আরও বেশি অবদান রাখবে: চীন
2022-06-28 16:15:44

জুন ২৮: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের উপ-পরিচালক ছেন চাও গতকাল (সোমবার) বলেছেন, বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নে ব্রিক্সভুক্ত দেশগুলোর অবদান ভবিষ্যতে আরও বাড়বে।

তিনি বলেন, কয়েকদিন আগে অনুষ্ঠিত ব্রিকস নেতাদের ১৪তম বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে নেতৃবৃন্দ ডিজিটাল অর্থনীতি ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। বর্তমানে ডিজিটাল অর্থনীতির মতো উদীয়মান ক্ষেত্রগুলো বিশ্ব অর্থনীতির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে।

ছেন চাও বলেন, ২০২২ সালে ব্রিক্সভুক্ত দেশগুলোতে অনলাইন ক্রেতার সংখ্যা ১৩৫ কোটিতে উন্নীত হবে, যা বিশ্বের মোট সংখ্যার ৬১ শতাংশ। একই সময়ে এসব দেশে অনলাইনে খুচরা পণ্য বিক্রি ৫৫৩.৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে, যা বিশ্বের মোট বিক্রির ৪১ শতাংশ।

তিনি বলেন, সদ্যসমাপ্ত ব্রিক্স শীর্ষসম্মেলনে "ব্রিক্স ডিজিটাল অর্থনীতি অংশীদারিত্ব ফ্রেমওয়ার্ক" গৃহীত হয়। ব্রিক্স দেশগুলো ডিজিটাল অর্থনীতি খাতে সহযোগিতাকে গভীরতর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। গৃহীত ফ্রেমওয়ার্কটি ব্রিকস সদস্যদের মধ্যে ডিজিটাল গ্যাপ কমাবে। ফ্রেমওয়ার্কে বাণিজ্য সুবিধা, বিনিয়োগ সহযোগিতা, এবং মাঝারি, ছোট ও ক্ষুদ্র উদ্যোগগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ১৭টি পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।  (ইয়াং/আলিম/হাইমান)