জাতীয় খাদ্য নিরাপত্তায় আরও অবদান রাখতে চাষীদের উত্সাহিত করলেন সি চিন পিং
2022-06-28 16:13:59

জুন ২৮: গত ২৭শে জুন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আনহুই প্রদেশের থাইহ্য জেলার চাষী সুই চুং শিয়াংয়ের চিঠির উত্তর দেন। চিঠিতে তিনি স্থানীয় গ্রামবাসীদের ও দেশের বড় বড় চাষীদের খাদ্য নিরাপত্তায় আরও অবদান রাখতে উত্সাহিত করেন।

চিঠিতে সি চিন পিং বলেন, “আপনার কথা আমার মনে আছে। আপনি আনহুইয়ের থাইহ্য অঞ্চলের একজন বিশেষজ্ঞ  শস্যচাষী। আমি জেনে খুবই খুশি যে, আপনার পারিবারিক ক্ষেতে এবার গমের ভালো ফলন হয়েছে এবং আপনার সন্তান ও নাতি-নাতনিরা আপনার মতো কৃষিকাজে জড়িত আছে।”

সি চিন পিং আরও লিখেছেন, “হাতে খাবার থাকলে আর ভয়ের কিছু থাকে না। আমি সবসময় শস্য উত্পাদন নিয়ে উদ্বিগ্ন থাকি এবং আমি প্রায়ই বিভিন্ন জায়গা সফরের সময় সেখানকার কৃষিক্ষেত পরিদর্শন করি। বছরের পর বছর ধরে, সিপিসির কেন্দ্রীয় কমিটি, শস্য উত্পাদনে সহায়তা করার জন্য বিভিন্ন নীতি ও ব্যবস্থা গ্রহণ করে আসছে। এসবের লক্ষ্য হলো চীনা জনগণের ধানের বাটি তাদের হাতে রাখা, শস্যচাষীদের আয় বাড়ানো, ও তাদের জীবন আরও উন্নত করা। আশা করা যায় যে, দেশের প্রধান প্রধান শস্য উত্পাদনকারীরা তাদের বৃহৎপরিসরে কার্যক্রমের সুবিধা গ্রহণ করবেন এবং কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াবেন।” (ইয়াং/আলিম/হাইমান)