চীনের জিডিপি দশ বছরে ৫৩.৯ ট্রিলিয়ন থেকে ১১৪.৪ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে
2022-06-28 16:50:20


জুন ২৮: চীনের জিডিপি ২০১২ সালের ৫৩.৯ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ২০২১ সালে দাঁড়ায় ১১৪.৪ ট্রিলিয়ন ইউয়ানে। আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় দেশের জাতীয় উন্নয়ন সংস্কার কমিশন।

প্রেস ব্রিফিংয়ে কমিশনের উপ-মহাপরিচালক চাও ছেন সি, উপ-সচিব সু ওয়েই, ও হুং ও ইয়াং খাই দেশের নতুন উন্নয়ন-ধারণার বাস্তবায়নের সাথে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন এবং উচ্চ গুণগত মানের উন্নয়নকে এগিয়ে নেওয়াসম্পর্কিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত এক দশকে চীনের অর্থনৈতিক শক্তি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বৈশ্বিক অর্থনীতিতে চীনের অবদান এই দশ বছরে ১১.৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)