বৈশ্বিক উন্নয়ন সংলাপ জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নে সহায়ক হবে: চীন
2022-06-28 16:57:31


জুন ২৮: গেল সপ্তাহে অনুষ্ঠিত বৈশ্বিক উন্নয়ন সংলাপ জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নে এবং বৈশ্বিক উন্নয়নের পথে যৌথভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক প্রমাণিত হবে।  আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিল প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই তহবিল মূলত বৈশ্বিক উন্নয়ন খাতে ব্যবহৃত হবে। তা ছাড়া, এর লক্ষ্য জাতিসংঘের উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়ক হিসেবে কাজ করা।  

উল্লেখ্য, বৈশ্বিক উন্নয়ন সংলাপে চীন ‘বৈশ্বিক উন্নয়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিল’ এবং ‘বৈশ্বিক উন্নয়ন কেন্দ্র’ প্রতিষ্ঠার ধারণা পেশ করে। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)