মানবাধিকার পরিষদে দরিদ্রতা সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে চীনা প্রতিনিধির তাগিদ
2022-06-28 11:20:42

জুন ২৮: গতকাল (সোমবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে চরম দরিদ্রতা সম্পর্কে চীনা প্রতিনিধি ভাষণ দিয়েছেন। এসময় সামাজিক নিশ্চয়তা ব্যবস্থার ব্যাখ্যা করেন তিনি। কোভিড-১৯ মহামারীর কারণে মার্কিন সমাজের দরিদ্রতা সমস্যা দিন দিন গুরুতর হয়েছে। এ সমস্যায় গুরুত্ব দিতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছেন চীনের প্রতিনিধি।

 

তিনি বলেন, সামাজিক নিশ্চয়তা-ব্যবস্থা গণজীবিকার পরিবর্তন ও উন্নয়ন, সমাজের ন্যায্যতা রক্ষা করা এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ। চীন সার্বিক সচ্ছল সমাজ গড়ে তুলেছে, চরম দরিদ্রতা দূর করেছে, দারিদ্র্যমুক্ত জনগণের জীবনযাপনের মানও ব্যাপক উন্নত হয়েছে। চীনের পেনশন-ব্যবস্থা, চিকিত্সা নিশ্চয়তা ও সামাজিক ত্রাণ-ব্যবস্থা বিশ্বের বৃহত্তম আকারের। ২০২১ সালের শেষ দিকে চীনে সামাজিক বীমা কার্ড নিবন্ধনের সংখ্যা ১৩৫ কোটি ২০ লাখ ছাড়িয়েছে।

 

অন্যদিকে কোভিড-১৯ মহামারীর কারণে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য দেশগুলোতে দরিদ্রতা ও অসমতা সমস্যা দেখা দিয়েছে। মার্কিন সামাজিক বীমা-ব্যবস্থার মধ্যে প্রায় ৩ কোটি মানুষের কোনো চিকিত্সা বীমা নেই, তাদের চিকিত্সার খরচ অনেক বেশি। তাই রোগাক্রান্ত হলেও চিকিত্সা নিতে পারে না তারা। মার্কিন গরীব মানুষের সংখ্যা চার কোটিরও বেশি। তবে মার্কিন সরকার তাদের দারিদ্র্যমুক্তির ব্যাপারে গুরুত্ব দেয় না। যুক্তরাষ্ট্রকে নিজের দেশের দরিদ্রতা মোকাবিলা করে তাদের জীবন উন্নত করতে তাগিদ দেয় চীন।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)