ইথিওপিয়ায় চীনের আরেক দফা কোভিড টিকা হস্তান্তর
2022-06-28 10:39:55

জুন ২৮: চীনের সহায়তায় নতুন দফা এক কোটি ডোজ কোভিড টিকা ইথিওপিয়ায় পৌঁছেছে। গতকাল (সোমবার) টিকা প্রদান অনুষ্ঠান সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজন করা হয়। ইথিওপিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাও জি ইউয়ান, ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সার্টিফিকেট স্বাক্ষর করে মতবিনিময় করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, এসব টিকা হলো গত বছর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীনের প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং আফ্রিকাকে মহামারি প্রতিরোধে চীনের সহযোগিতার সদিচ্ছার প্রতিফলন। যা ইথিওপিয়াকে মহামারি প্রতিরোধের আস্থা ও সামর্থ্য বাড়াতে পারে। চীন ইথিওপিয়ার সঙ্গে টিকা মাধ্যমে মহামারি পরাজিত করা এবং চীন-ইথিওপিয়া জনস্বাস্থ্য ও মৈত্রী জোরদারে অবদান রাখতে ইচ্ছুক। যাতে অব্যাহতভাবে দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক আরো উন্নীত করা যায়।

ইথিওপিয়ায় চীনা দূতাবাসের খবর অনুযায়ী, এবারের এক কোটি ডোজ কোভিড টিকা মে মাসে ইথিওপিয়ায় পৌঁছেছে। এই পর্যন্ত চীন ইতোমধ্যে ইথিওপিয়ায় ১.৪ কোটি কোভিড টিকা দিয়েছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)