সস্তায় তেল পেতে রাশিয়া ও কাতার সফর করেছেন শ্রীলংকার কর্মকর্তারা
2022-06-27 11:47:18

জুন ২৭: কলম্বো সময় গতকাল (রোববার) দেশে আর্থিক সংকটের প্রেক্ষাপটে রাশিয়া ও কাতার সফরে গেছেন শ্রীলংকার মন্ত্রীরা। যাতে দেশের জ্বালানি সম্পদের সংকট মোকাবিলায় সস্তায় তেল সংগ্রহ করা যায়।

 

সেই সঙ্গে শ্রীলংকার সরকার দেশে অপ্রয়োজনীয় সরকারি প্রতিষ্ঠান দু’সপ্তাহের জন্য বন্ধ করে রেখেছে। যাতে জ্বালানি সম্পদ খাতে সাশ্রয় করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)