স্পেনে ন্যাটোবিরোধী হাজারো মানুষের মিছিল
2022-06-27 19:43:49

জুন ২৭: গত ২৬শে জুন স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ ন্যাটোর বিরুদ্ধে মিছিল করে এবং বিশ্বশান্তির আহ্বান জানায়। স্প্যানিশ ন্যাশনাল পিস ফোরাম মিছিলের ডাক দেয়।

মিছিলে স্পেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, কিউবা, ভেনিজুয়েলাসহ বিভিন্ন দেশের এবং একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এক হাজার মিটারেরও বেশি লম্বা মিছিলে যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা, নারী-শিশু অংশগ্রহণ করে। প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও হুইল চেয়ারে মিছিলে অংশ নিতে দেখা যায়।

২৯ থেকে ৩০শে জুন পর্যন্ত মাদ্রিদে ন্যাটো শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল আলোচ্যবিষয়ের মধ্যে রয়েছে ইউক্রেনে সামরিক সমর্থন অব্যাহত রাখা, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি পর্যালোচনা করা, এবং পরবর্তী দশকের উন্নয়নের জন্য নতুন কৌশলগত ধারণা গ্রহণ করা। (ইয়াং/আলিম/ছাই)