চীনে স্নাতকদের তৃণমূল পর্যায়ের কর্মসংস্থানসংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ
2022-06-27 16:49:55


জুন ২৭: আজ (সোমবার) চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় যৌথভাবে ‘কলেজ স্নাতকদের জন্য তৃণমূল পর্যায়ের কর্মসংস্থানের অবস্থা’ শীর্ষক বিজ্ঞপ্তি  প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে চারটি মূল কাজের কথা বলা হয়েছে: প্রথমত, তৃণমূলে কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত করা, গ্রামীণ পুনরুজ্জীবন, তৃণমূল শাসন ও  শিল্প উন্নয়ন, বিভিন্ন তহবিল ও নীতির কার্যকর ব্যবহার নিশ্চিত করা, এবং বিভিন্ন তৃণমূল কাজ সক্রিয়ভাবে বিকাশ করা; দ্বিতীয়ত, ‘উন্মুক্ততা, ন্যায্যতা ও ন্যায়বিচার’ নীতি অনুসারে চাকরির নিয়োগপ্রক্রিয়াকে  মানসম্মত করা, নিয়োগের কাজকে সুশৃঙ্খলভাবে সংগঠিত করা, এবং নিয়োগের সময়কে যুক্তিসঙ্গতভাবে সাজানো। বিশেষ করে ২০২২-এর  গ্রাজুয়েট এবং পূর্ববর্তী বেকার স্নাতকদের নিয়োগের ওপর দৃষ্টি নিবদ্ধ করে নিয়োগের কাজ জোরদার করতে হবে; তৃতীয়ত, প্রাসঙ্গিক সহায়তা নীতিমালা সুষ্ঠুভাবে কাজ লাগাতে হবে; চতুর্থত, ট্র্যাকিং পরিষেবা জোরদার করতে হবে, যারা গ্রামাঞ্চলে নব্যতাপ্রবর্তন কাজে নিয়োজিত, তাদেরকে সংশ্লিষ্ট ট্র্যাকিং পরিষেবা দিতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই )