ইউক্রেন বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের ওপর রুশ বাহিনীর ব্যাপক বোমা হামলা
2022-06-27 10:22:25

জুন ২৭: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেন বাহিনীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রের ওপর ব্যাপক বোমা হামলা চালিয়েছে। ইউক্রেন পক্ষ জানায়, রুশ বাহিনী দোনেস্ক এলাকার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ থানা স্লাভিয়ানস্কের দিকে সেনা মোতায়েন করছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রোববার বলেন, লুহানস্ক এলাকার সশস্ত্র শক্তি উত্তর দোনেস্ক-সহ চারটি শহর নিয়ন্ত্রণ করেছে। এসব এলাকার আয়তন ১৪৫ বর্গকিলোমিটার এবং এতে লক্ষাধিক মানুষ আছে।

গত এক দিনে রুশ বাহিনী রকেট দিয়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইউক্রেনের তিনটি প্রশিক্ষণকেন্দ্রের ওপর ব্যাপক বোমা হামলা চালিয়েছে। বোমা হামলার কারণে এসব কেন্দ্রে প্রশিক্ষণরত ইউক্রেন বাহিনী যুদ্ধের সামর্থ্য হারিয়েছে।

 

এ ছাড়া, ইউক্রেন বাহিনী আবার বিমান বাহিনী এবং রকেট দিয়ে কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান স্নেক আইল্যান্ডের ওপর হামলা চালানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। রুশ বাহিনী স্নেক আইল্যান্ডে বিমান-বিধ্বংসী ব্যবস্থা দিয়ে রুশ বাহিনীর যুদ্ধ বিমান এবং কয়েকটি রকেট ধ্বংস করেছে।

তাস সংবাদসংস্থার খবরে বলা হয়, ইউক্রেনের বাহিনী এদিন ক্রিমিয়ার একটি তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি কৃষ্ণ সাগরের স্থাপনায় হামলা চালায়। তবে, এতে কেউ হতাহত হয় নি। এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলা।

(শুয়েই/তৌহিদ/লিলি)