তিব্বতে ১৭ সহস্রাধিক মানুষের পরিবেশগত স্থানান্তর প্রকল্প বাস্তবায়ন শুরু
2022-06-27 19:39:23

জুন ২৭: তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল আনুষ্ঠানিকভাবে পরিবেশগত স্থানান্তরের জন্য দ্বিতীয় পর্যায়ের পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। মোট ১৭,৫৫৫ জন লোককে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ মিটার উঁচুতে অবস্থিত নাছুই শহরের শুয়াহু, আনদো ও নিমা জেলা থেকে ৩৬০০ মিটার উঁচুতে অবস্থিত শানান শহরের গংগা জেলায় স্থানান্তরিত করা হবে। ২৫শে জুন থেকে ১১ই আগস্ট পর্যন্ত এ কাজ চলবে।    

স্থানান্তরের কারণ হলো এতদঞ্চলের উচ্চতা বেশি, কঠোর জলবায়ু, অপেক্ষাকৃত পশ্চাত্পদ উত্পাদন ও জীবনযাত্রার অবস্থা এবং অবনতিশীল তৃণভূমি। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বনায়ন ও তৃণভূমি ব্যুরোর পরিচালক উ ওয়েই বলেছেন, "স্থানান্তর কেবল বাস্তুসংস্থান রক্ষার জন্য নয়, বরং বেশি উচ্চতায় থাকা মানুষদের আরও ভাল জীবন নিশ্চিত করাও লক্ষ্য।"

তিব্বত আগামী ৮ বছরে রিখাজা, নাছুই ও আলি অঞ্চলের ২০টি জেলা, ৯৭টি থানা ও গ্রামের ১.৩ লাখেরও বেশি লোককে  পরিবেশগত স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। (ইয়াং/আলিম/ছাই)