‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের ওপর মিথ্যা অপবাদ অগ্রহণযোগ্য: চীন
2022-06-27 19:34:15


জুন ২৭: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের ওপর সবধরনের মিথ্যা অপবাদের নিন্দা করে চীন। বৈশ্বিক অবকাঠামো নির্মাণকাজকে এগিয়ে নেওয়ার যে-কোনো প্রস্তাবকে চীন স্বাগত জানায়। কিন্তু এর মানে এই নয় যে একটি উদ্যোগকে আরেকটি উদ্যোগ দিয়ে প্রতিস্থাপন করতে হবে।

মুখপাত্র চাও বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ ‘ঋণের ফাঁদ’ সৃষ্টি করছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই; এটা পুরোপুরি মিথ্যাচার। বিশ্ব ব্যাংকের হিসাবে ‘এক অঞ্চল, এক পথ’ কাঠামোতে পরিবহনসংক্রান্ত অবকাঠামো প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে, ২০৩০ সাল থেকে প্রতিবছর বিশ্বের ১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার লাভ হবে। এটি বিশ্বের মোট জিডিপি’র ১.৩ শতাংশ।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-সেভেন সম্মেলন চলাকালে আনুষ্ঠানিকভাবে ‘বৈশ্বিক অবকাঠামো নির্মাণ ও পুঁজি বিনিয়োগ অংশীদারিত্বের সম্পর্ক’ নামক একটি প্রস্তাব উত্থাপন করেন। যুক্তরাষ্ট্রের একজন নাম প্রকাশ্যে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, জি-সেভেনের নতুন উত্থাপিত নতুন প্রস্তাবই বরং  হবে ‘ঋণের ফাঁদ ’। (ওয়াং হাইমান/আলিম/ছাই)