বিপুল পরিমাণ মাদ্রকদ্রব্য পুড়িয়েছে মিয়ানমার
2022-06-27 11:15:20

জুন ২৭: গতকাল (রোববার) ছিল ‘আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধ’ দিবস। এদিন মিয়ানমারের সেন্ট্রাল কমিটি ফর ড্রাগ এবিউজ কন্ট্রোল ইয়াংগুন, মান্দালে ও তৌংগি-সহ বিভিন্ন জায়গায় মাদ্রকদ্রব্য ধ্বংস করেছে।

মিয়ানমার বার্তা সংস্থা জানায়, ওই তিনটি জায়গায় ৭৯ ধরনের মাদকদ্রব্য এবং রাসায়নিক পদার্থ পুড়িয়ে ফেলা হয়েছে।

 

মাদক নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান দেশটির পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে বলেন, দেশের সরকার মাদকদ্রব্য ধ্বংসের যে উদ্যোগ নিয়েছে, তাতে পপি চাষ ও প্রক্রিয়াকরণের পরিমাণ কমেছে। কিন্তু দিন দিন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে উত্তেজক পদার্থ ও হিমায়িত মাদকসহ সিন্থেটিক ড্রাগ তৈরির সমস্যা বাড়ছে।

 

(প্রেমা/তৌহিদ/শুয়েই)