চীনের বিজ্ঞান সমিতির বার্ষিক সম্মেলন ছাংশায় শুরু
2022-06-27 19:36:41

জুন ২৭: গতকাল (রোববার) চীনের বিজ্ঞান সমিতির ২৪তম বার্ষিক সম্মেলন হুনান প্রদেশের ছাংশা শহরে শুরু হয়। এবারের সম্মেলনে উদ্ভাবন ও উন্নয়নের নতুন কাঠামো প্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের পরিষেবা ত্বরান্বিতকরণ, এবং প্রতিভাবান ব্যক্তিদের আর্কষণের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার বিষয়ে মনোযোগ দেওয়া হবে।

চীনা বিজ্ঞান সমিতি ও হুনান প্রদেশের পৌর সরকার যৌথভাবে এবারের সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: উদ্ভাবন আত্মনির্ভরশীলতার দিকে পরিচালিত করে—মধ্যাঞ্চলের পুনরুজ্জীবনের নতুন চালিকাশক্তির সন্ধানে।

চীনের বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ও এবারের বার্ষিক সম্মেলনের সভাপতি ওয়ান কাং বলেন, উচ্চ মানের উন্মুক্তকরণ ও সহযোগিতার মাধ্যমে মানবজাতির ভাগ্যের অভিন্ন সম্প্রদায় গড়ে তুলতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)