জুন ২৭: ইউরোপ সময় (রোববার) ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লায়েন জার্মান গণমাধ্যমে এক সাক্ষাত্কারে বলেন, আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি টোয়েন্টির শীর্ষসম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণ বাতিল করতে চায় না ইইউ। তিনি বলেন, পুতিন সম্মেলনে থাকলে মুখোমুখি মতবিনিময় করা যাবে। যা সবার জন্য কল্যাণকর।
এদিন জার্মানিতে আয়োজিত জি-সেভেন শীর্ষসম্মেলন সম্পর্কে তিনি বলেন, অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতা পরস্পরের পরিচিত, তাই সম্মেলনের পরিবেশ ছিল বেশ চমত্কার।
তিনি আরও বলেন, ইউক্রেনের প্রয়োজনে বাজেটসহ যথাযথ সমর্থন দেবে ইইউ। আপাতত রাশিয়ার ওপর আর নতুন নিষেধাজ্ঞা দেবে না ইইউ; কারণ আগের শাস্তিমূলক পদক্ষেপ রাশিয়ার জন্য বড় ক্ষতি ডেকে এনেছে।
জ্বালানি সংকট মোকাবিলায় তিনি প্রতিশ্রুতি দেন, রাশান তেলের দাম বৃদ্ধির বিষয়ে ভাবছেন বিশেষজ্ঞরা। যাতে দরিদ্র দেশগুলোকে সহজে জ্বালানি সম্পদ দেওয়া যায়।
(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)