স্পেনের শান্তি-সম্মেলনে ন্যাটো সম্প্রসারণের বিরোধিতা
2022-06-27 19:38:42

জুন ২৭: দুই দিনব্যাপী শান্তি-সম্মেলন সম্প্রতি স্পেনের মাদ্রিদে আয়োজিত হয়। সম্মেলনে গৃহীত শান্তি-ঘোষণায় শান্তিপূর্ণ পদ্ধতিতে সংঘর্ষ বন্ধ ও অস্ত্র-প্রতিযোগিতা বন্ধের পক্ষে এবং শীতলযুদ্ধের সময় সৃষ্ট ন্যাটোর বিশ্বব্যাপী সম্প্রসারণের বিরুদ্ধে বলা হয়েছে। 

স্পেনের জাতীয় শান্তি ফোরাম এবারের সম্মেলন আয়োজন করে। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নেন। প্রতিনিধিরা বলেন, অস্ত্র পাঠানো ও সামরিক ব্যয় বাড়ানো সংঘর্ষ বন্ধে বা মতভেদ দূর করতে সহায়ক হয় না। সংলাপ হলো শান্তিপূর্ণ যোগাযোগের ভিত্তি। (ছাই/আলিম/ওয়াং হাইমান)