আফগানিস্তানে ভূমিকম্পের পর ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে চীনা প্রতিষ্ঠান
2022-06-27 10:21:49

জুন ২৭: আফগানিস্তানের চীনা শিল্পপ্রতিষ্ঠান গতকাল (রোববার) সে দেশের পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশের রাজধানী খোস্ত শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী দিয়েছে।

চায়না মেটালার্জিক্যাল গ্রুপ কর্পোরেশন (সিএমজিসি)-এর মেসাইনাক তামা খনন প্রকল্প চাল, আটা, তেল ও চা-সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েছে। আশা করা যায়, এতে দুর্যোগ কবলিত এলাকার জনগণকে সহায়তা করা যাবে।

আফগানিস্তানের অস্থায়ী সরকারের জাতীয় দুর্যোগ পরিচালনা ও মানবিক-বিষয়ক মন্ত্রীর বিশেষ প্রতিনিধি এ অনুষ্ঠানে বলেন, চীনা প্রতিষ্ঠানের দেওয়া সামগ্রী দ্রুত দুর্যোগ কবলিত এলাকায় পাঠানো হবে এবং ৮’টি পরিবারে বিতরণ করা হবে।

খোস্ত প্রদেশে দুর্যোগ পরিচালনা ও মানবিক বিষয়ক কর্মকর্তা চীনা প্রতিষ্ঠানের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ সময়ে চীনারা আফগান জনগণকে জরুরি ও প্রয়োজনীয় সাহায্য দিয়েছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)