ছে থিয়ান
2022-06-27 11:24:47

ছে থিয়ান বা জাস্টিন লো ১৯৭৬ সালের ১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি চীনা ভাষার পপসঙ্গীতের একজন গায়ক এবং সঙ্গীতজ্ঞ।

জাস্টিন একটি সঙ্গীতপ্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন। হংকংয়ের শিশু উল্লাস ক্লাব এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের উল্লাস ক্লাবের সদস্য হিসেবে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ প্রকাশ পেয়েছে। গান গাওয়া ছাড়াও ছয়বছর বয়সে তিনি নিজেই পিয়েনো বাজানো ও সঙ্গীত রচনার চেষ্টা শুরু করেন। ১০ বছর বয়সে তিনি গিটার শিখা শুরু করেন।

 

কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা জাস্টিনের প্রথম অ্যালবাম ‘জাস্টিন’ থেকে নেয়া। অ্যালবামটি ২০০৫ সালে প্রকাশিত হয়। আসলে ২০০৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। শুরুতে তিনি পর্দার আড়ালে কাজ করতেন। পরে তিনি হংকংয়ের বিখ্যাত গায়ক লিও কু’র জন্য কয়েকটি গান রচনা করেন। ফলে তিনি পর্দার পিছন দিক থেকে মঞ্চে চলে আসেন। উল্লেখ্য, প্রথম অ্যালবামের সকল গান তাঁর নিজের অভিজ্ঞতা থেকে তৈরি। এছাড়া, তিনি অ্যালবামের অর্ধেকের বেশি গান তাঁর নিজের সৃষ্টি।

 

২০০৬ সালের মার্চ মাসে জাস্টিন তাঁর ‘নো প্রোটেকশন’ নামক দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। সে বছরের মে মাসে অ্যালবামটির বিক্রয় পরিমাণ ৩০ হাজারে পৌঁছায় এবং তাঁর দ্বিতীয় গোল্ড রেকর্ডের একক অ্যালবামে পরিণত হয়। একই বছর, তিনি একটি চলচ্চিত্রে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেন। তিনি চলচ্চিত্রের থিম সং ‘প্রেমের গান’ পরিবেশন করেন। গানটি দিয়ে তিনি ২০০৬ সালের বিভিন্ন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বেশ কয়েকটি পুরস্কার জিতেন। 

 

২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে জাস্টিন হংকংয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। একই বছর তিনি ‘পুরুষ কেটিভি’ প্রধান হিসেবে তৃতীয় অ্যালবাম‘জেটিভি’ প্রকাশ করেন। 

 

‘ভালোবাসার অভ্যাস বদলাইনি’ হচ্ছে জাস্টিনের ২০১০ সালে প্রকাশিত ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম। ‘ভালোবাসার অভ্যাস’ এর মধ্যে অন্যতম। এছাড়া, অ্যালবামে অন্তর্ভূক্ত একটি যৌথ গান ‘কোরাস গান’ রয়েছে। বিখ্যাত গায়িকা জেম তেং জি ছি তাঁর সাথে গানটি গেয়েছেন। 

 

২০১১ সালে জাস্টিন অস্থায়ীভাবে হংকংয়ের সঙ্গীত জগত ত্যাগ করে মূল-ভূভাগে আসেন। ২০১৪ সালে তিনি আবার তাঁর ক্যারিয়ার হংকংয়ে স্থানান্তর করে ‘এক টুকরো মিছরি’ ও আই মিস লাভ’ নামের দু’টো ক্যান্টোনিজ ভাষার গান প্রকাশ করেন। 

 

(প্রেমা/এনাম)