চীনে নয়, বরং যুক্তরাষ্ট্রেই জোরপূর্বক শ্রম আদায় করা হয়: বেইজিংয়ের অভিযোগ
2022-06-27 19:46:42

জুন ২৭: চীনের পরররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জোরপূর্বক শ্রম আদায়ের দোষে দুষ্ট চীন নয়, বরং খোদ যুক্তরাষ্ট্র নিজে। চীনকে দাবিয়ে রাখার জন্যই যুক্তরাষ্ট্র বারবার সিনচিয়াংয়ে তথাকথিত "জোরপূর্বক শ্রম" আদায়ের জঘন্য মিথ্যাচার করে যাচ্ছে।

চীনা মুখপাত্র বলেন, জন্মের পর থেকেই যুক্তরাষ্ট্রে জোরপূর্বক শ্রম আদায় করা হচ্ছে। দেশটিতে এখনও জোরপূর্বক শ্রম আদায় করা হয় এবং তাকে "আধুনিক দাসত্ব" বলা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নিবন্ধে বলা হয়, যুক্তরাষ্ট্রে অন্তত ৫ লাখ মানুষ আধুনিক দাসত্বের শিকার।  (ইয়াং/আলিম/ছাই)