বেলারুশকে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া
2022-06-26 17:18:44

জুন ২৬: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (শনিবার) জানিয়েছেন, তাঁর দেশ আগামী কয়েক মাসের মধ্যে বেলারুশকে ‘ইস্কান্দার-এম’ ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা সরবরাহ করবে। পুতিন এ দিন সেন্ট পিটার্সবার্গে সফররত বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন। খবর ক্রেমলিনের ওয়েবসাইটের।

বৈঠকে দুই নেতা বিশ্ববাজারে খাদ্য ও সারের ঘাটতি, ন্যাটোর প্রশিক্ষণ ফ্লাইটের প্রতিক্রিয়া, এবং রাশিয়া-বেলারুশ ইউনিয়নের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

বেলারুশ সীমান্তের কাছে পারমাণবিক ওয়ারহেড বহনকারী মার্কিন ও ন্যাটো বিমানের প্রশিক্ষণ-ফ্লাইট সম্পর্কে পুতিন বলেন, এর পাল্টা ব্যবস্থা নেওয়ার দরকার নেই, তবে রাশিয়া-বেলারুশ ইউনিয়ন এবং অন্যান্য সিএসটিও দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ সময় পুতিন রুশ কারখানায় বেলারুশ সেনাবাহিনী কর্তৃক বর্তমানে ব্যবহৃত সু-২৫ যুদ্ধবিমানগুলোকে আপগ্রেড করার প্রস্তাবও দেন।

জবাবে লুকাশেঙ্কো বলেন, বেলারুশকে সবকিছু মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে। তাঁর দেশ লিথুয়ানিয়া ও পোল্যান্ডের নেতিবাচক আচরণ নিয়ে উদ্বিগ্ন বলেও তিনি উল্লেখ করেন। (ইয়াং/আলিম/ছাই)