‘চীনা সেতু’ প্রতিযোগিতার উগান্ডা পর্বের ফাইনাল অনুষ্ঠিত
2022-06-26 17:27:00


জুন ২৬:  বিদেশী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৫তম ‘চীনা সেতু’ শীর্ষক চীনা ভাষা প্রতিযোগিতা এবং বিদেশী কলেজ শিক্ষার্থীদের জন্য ২১তম ‘চীনা সেতু’ শীর্ষক চীনা ভাষা প্রতিযোগিতার উগান্ডা পর্বের ফাইনাল মেকেরে বিশ্ববিদ্যালয়ে গতকাল (শনিবার) অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মেকেরের ইউনিভার্সিটির মোসেস ইকোনি স্নাতক গ্রুপে এবং উগান্ডা ইন্টারন্যাশনাল স্কুলের নোয়া কিলিং মিডল স্কুল গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। এই দু’জন ‘চীনা সেতু’ গ্লোবাল ফাইনালে যথাক্রমে উগান্ডার কলেজ শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন।

উগান্ডায় চীনের রাষ্ট্রদূত চাং লিচুয়াং তাঁর বক্তৃতায় চীন-উগান্ডা সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে আরও উগান্ডান শিক্ষার্থী ‘চীনা সেতু’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

উগান্ডার জাতীয় ক্লাস উন্নয়ন কেন্দ্রের পরিচালক  গ্রেস বাগুমা বলেন, গোটা উগান্ডায় জুনিয়র হাই স্কুল পর্যায়ে চীনা ভাষা শেখানো হয়। স্থানীয় শিক্ষকরাও এখন চীনা ভাষা শিখছেন।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)