চীনে বেশ কয়েকটি বড় জল সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু
2022-06-26 17:20:29

জুন ২৬: হুয়াংহ্য নদীর নিম্ন অংশে হুয়াংহান গেটের পুনর্গঠন প্রকল্প, হুনান প্রদেশের তাশিংজাই জলাধার প্রকল্প, এবং আনহুইতে বাওহুই নদী নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ গত ২৫ই জুন শুরু হয়েছে। এগুলো জাতীয় পরিষদের ১৫০টি প্রধান জল সংরক্ষণ প্রকল্পের অন্তর্গত। চলতি বছর এমন ৫৫টি বড় জল সংরক্ষণ প্রকল্পের কাজ চলবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, চরতি বছর চীনে জল সংরক্ষণব্যবস্থা নির্মাণে ৮০০ বিলিয়ন ইউয়ানেরও বেশি বিনিয়োগ করা হবে এবং একই সাথে ৩০টিরও বেশি নতুন বড় জল সংরক্ষণ প্রকল্প উদ্বোধন করা হবে। সরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থার ভূমিকাও জোরদার করা হবে। এতে একাধিক পদ্ধতিতে তহবিল সংগ্রহ করা যাবে।

 (ইয়াং/আলিম/ছাই)