‘চীন আবাদযোগ্য জমি সুরক্ষা আইন প্রণয়নের কাজ ত্বরান্বিত করবে’
2022-06-26 16:04:36


জুন ২৬: চীন আবাদযোগ্য জমি সুরক্ষা আইন প্রণয়নের কাজ ত্বরান্বিত করবে। আর এর উদ্দেশ্য হবে আবাদী জমি সুরক্ষায় শক্তিশালী আইনগত ব্যবস্থা প্রতিষ্ঠা করা। গতকাল (সোমবার) ২৫শে জুন ‘জাতীয় ভূমি দিবস’-এ এ প্রত্যয় পুনরায় ব্যক্ত করা হয়।

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কৃষিজমি সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দেশ আবাদী জমি সুরক্ষা আইন প্রণয়নের কাজ ত্বরান্বিত করবে।

বর্তমানে চীনে মূলত ভূমি প্রশাসন আইন ও এর বাস্তবায়ন প্রবিধান, ভূমি পুনরুদ্ধার প্রবিধান, এবং মৌলিক কৃষিজমি সুরক্ষা প্রবিধানগুলোকে কেন্দ্র করে আবাদযোগ্য জমি সুরক্ষার জন্য একটি আইনী ব্যবস্থা বিদ্যমান আছে। দেওয়ানী কোড ও  ফৌজদারি আইন স্পষ্টভাবে ভূমির সুরক্ষার ব্যবস্থা করেছে।  জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২০২২ সালের বার্ষিক আইন প্রণয়ন সম্মেলনে ‘আবাদী জমি সুরক্ষা আইনকে’ প্রস্তুতিমূলক আলোচনার আইটেম হিসাবে তালিকাভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)