জুন ২৬: উত্তর তিব্বতের ছিয়াংটাং জাতীয় প্রকৃতি সংরক্ষণের মূল অঞ্চলে চীনের সর্বোচ্চ জেলা-নাছুই অবস্থিত। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার মিটারেরও বেশি। এখানকার পাহারাদারদের যত্নে জায়গাটি সুরক্ষিত হতে পেরেছে।
সাম্প্রতিক বছরগুলিতে, সুরক্ষাব্যবস্থা জোরদার হওয়ার সাথে, নাছুইয়ে বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। নাছুই শহরের বন ও মালভূমি ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, ২০২১ সাল নাগাদ, নাছুইয়ে তিব্বতি অ্যান্টিলোপের সংখ্যা ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজারে এবং তিব্বতি বন্য গাধা ১০ হাজার থেকে ৮০ হাজারে উন্নীত হয়েছে। (ইয়াং/আলিম/ছাই)