"চীনা সেতু" শীর্ষক ভাষা প্রতিযোগিতা ফ্রান্সে অনুষ্ঠিত
2022-06-26 17:21:43

জুন ২৬: বিদেশী কলেজছাত্রদের জন্য ২১তম "চীনা সেতু" শীর্ষক চীনা ভাষার প্রতিযোগিতার ফরাসি পর্ব ২৫ই জুন অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হয়। ১৫ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন এবং প্যারিস-সিটি বিশ্ববিদ্যালয়ের ভ্লাদিমির হেবার প্রথম পুরস্কার জিতে নেন।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের পাশাপাশি সেরা বাগ্মি পুরস্কার ও সেরা প্রতিভা পুরস্কারসহ চারটি স্বতন্ত্র পুরস্কার ছিল। প্রতিযোগিতার পর হেবার বলেন: "কয়েক মাস প্রস্তুতি নেওয়ার পর আমি আজ একটি ভাল ফল পেয়েছি। আমি খুব খুশি।”

ফ্রান্সে চীনা দূতাবাসের মিনিস্টার চেন লি বলেন, "চীনা সেতু" চীন ও ফ্রান্সের তরুণদের আরও কাছাকাছি নিয়ে এসেছে। তিনি প্রতিযোগীদেরকে চীনা ভাষা শেখার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে এবং চীন-ফ্রান্স বন্ধুত্বের বার্তাবাহক হতে উত্সাহিত করেন।  (ইয়াং/আলিম/ছাই)