মাঙ্কিপক্স এখনও আন্তর্জাতিক পর্যায়ের জরুরি জনস্বাস্থ্য সমস্যা নয়: হু
2022-06-26 17:19:34

জুন ২৬: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ২৫শে জুন জানিয়েছে, সম্প্রতি ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিলেও, তা আপাতত আন্তর্জাতিক পর্যায়ের জরুরি জনস্বাস্থ্য সমস্যা নয়।

হু-র জরুরি কমিটি গত ২৩শে জুন পাঙ্কিপক্স নিয়ে একটি সভার আয়োজন করে এবং ২৫শে জুন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে হু’র মহাপরিচালক তেদ্রোস আদহানমকে এই মর্মে পরামর্শ দেওয়া হয় যে, মাঙ্কিপক্সকে আপাতত বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করার দরকার নেই।

একই দিনে তেদ্রোস আদহানম এক বিবৃতিতে বলেন,  জরুরি কমিটির বৈঠকই মাঙ্কিপক্সের আন্তর্জাতিক বিস্তার সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন। জরুরি কমিটি অদূর ভবিষ্যতে আবারও এ নিয়ে আলোচনায় বসবে।  (ইয়াং/আলিম/ছাই)