জাতিসংঘ মানবাধিকার পরিষদে হংকং পরিস্থিতি তুলে ধরলেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা
2022-06-26 17:26:24


জুন ২৬: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বেসামরিক প্রতিনিধি উ রুই লুং ও লিউ চুং হেং গত শুক্রবার  জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে হংকংয়ের প্রকৃত পরিস্থিতি তুলে ধরেন।

হংকংয়ের ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতিনিধি ও পুরোহিত উ রুইলুং বলেন, বিগত ২৫ বছরে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ হংকংবাসীর ধর্মীয়, শিক্ষাগত, ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের পর এসব অধিকার আরও সুনিশ্চিত হয়েছে। হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্থানীয় সরকারের সমর্থনে গির্জাগুলো বড় আকারের ধর্মীয় কার্যক্রম আয়োজন করতে ও গির্জার বিদ্যালয় খুলতে পারছে। হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতায় অবদান রেখে যাবে এর ধর্মীয় ব্যক্তিরা।

হংকং যুব প্রতিনিধি লিউ চুংহেং অধিবেশনে বলেন, মূল ভূভাগে ফিরে আসার ২৫তম বার্ষিকী উদ্‌যাপন করবে হংকং। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন ও নির্বাচনী ব্যবস্থা হংকংবাসী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর অধিকার রক্ষা করেছে। কেন্দ্রীয় সরকারের সমর্থন ও সহায়তায় হংকং ও এর বাসিন্দারা আরও আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবে। (ওয়াং হাইমান /আলিম/ছাই)